Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার সাংবাদিকসহ নিহত ২

গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার সাংবাদিকসহ নিহত ২

112
ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত, আলজাজিরার প্রতিবেদকও নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলের পৃথক হামলায় দুই গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন, যার মধ্যে একজন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক। প্রত্যক্ষদর্শী ও প্রতিনিধিদের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

আলজাজিরার সাংবাদিক হোসাম শাবাতকে টার্গেট করে হামলা
সোমবার (স্থানীয় সময়) উত্তর গাজার বেইত লাহিয়ায় আলজাজিরার সাংবাদিক হোসাম শাবাত নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ইসরায়েলি সেনারা তার গাড়িকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়।

আলজাজিরার সাংবাদিক তারেক আবু আযজুম জানিয়েছেন, ২৩ বছর বয়সী শাবাত আগেও ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন। কিন্তু তিনি সাংবাদিকতার দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং আহত অবস্থাতেই সংবাদ সংগ্রহে মাঠে ছিলেন।

খান ইউনিসে প্যালেস্টাইন টুডের সাংবাদিক নিহত
একই দিন, দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় প্যালেস্টাইন টুডের সাংবাদিক মোহাম্মদ মনসুর নিহত হন। তার বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়, যেখানে তিনি স্ত্রী ও সন্তানের সঙ্গে অবস্থান করছিলেন।

গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ২০৮
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, শাবাত ও মনসুরের মৃত্যুর পর ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা ২০৮ জনে পৌঁছেছে।

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ
গাজার মিডিয়া অফিস এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এই হামলার নিন্দা জানিয়েছে। সিপিজের প্রধান নির্বাহী জোডি গিন্সবার্গ বলেন, “একজন সাংবাদিককে টার্গেট করে হত্যা করা যুদ্ধাপরাধের শামিল। এটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে।”

গাজার মিডিয়া অফিস আরও জানিয়েছে, ইসরায়েল এবং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র সাংবাদিক হত্যার জন্য দায়ী। এছাড়া, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স-ও এই অপরাধের দায় এড়াতে পারে না।

এই হামলাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আনা ও যথাযথ তদন্তের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here