গাজায় ইসরায়েলের অবরোধে তীব্র খাদ্য সংকট, বিশ্বজুড়ে নিন্দা
গাজা, ৭ এপ্রিল ২০২৫: অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের ভয়াবহ ও অবিরাম হামলায় ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর হামলায় শত শত মানুষ প্রাণ হারাচ্ছেন, আহত হচ্ছেন হাজারো ফিলিস্তিনি। যুদ্ধবিধ্বস্ত এই এলাকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট, যার ফলে লক্ষাধিক মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছেন।
ইসরায়েলি মন্ত্রী: “গমের একটি দানাও গাজায় ঢুকবে না”
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি (AA) এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সম্প্রতি এক বিবৃতিতে বলেন, “গমের একটি দানাও গাজায় ঢুকতে দেওয়া হবে না।” ইসরায়েলি দৈনিক Yedioth Ahronoth-এ প্রকাশিত ওই বিবৃতিতে স্মোট্রিচ আরও জানান, গাজায় মানবিক সহায়তা বন্ধ রেখে হামাসকে পরাজিত করাকেই তিনি অগ্রাধিকার দিচ্ছেন।
সীমান্ত বন্ধ, ত্রাণ সহায়তা বন্ধ
স্থানীয় মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২ মার্চ থেকে গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল। ফলে মানবিক সহায়তা, খাদ্য ও চিকিৎসাসামগ্রী প্রবেশ একেবারে বন্ধ হয়ে গেছে। এতে করে গাজায় অভূতপূর্ব মানবিক বিপর্যয় তৈরি হয়েছে।
যুদ্ধবিরতি ভেঙে ফের আক্রমণ, নিহত ৫০ হাজারের বেশি
গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ১,৪০০ ফিলিস্তিনি নিহত এবং ৩,৪০০ জনের বেশি আহত হয়েছেন। এ হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিও লঙ্ঘন করেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের বর্বর হামলায় ৫০,৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
নেতানিয়াহুর নতুন ঘোষণায় উত্তপ্ত গাজা
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান আরও জোরদারের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনি জনগণকে উচ্ছেদের প্রয়াসও অব্যাহত রয়েছে।
আন্তর্জাতিক আদালতের তদন্ত ও গ্রেপ্তারি পরোয়ানা
এর আগে, ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে।
[…] উদ্যানে লাখো মানুষের ঢল ‘মার্চ ফর গাজা’ […]