Home আন্তর্জাতিক ইসরায়েলি হামলায় আহত সাংবাদিক আহমেদ মনসুর নিহত

ইসরায়েলি হামলায় আহত সাংবাদিক আহমেদ মনসুর নিহত

51
ছবি: সংগৃহীত
গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর নিহত, আরও ৬০ জনের মৃত্যু

গাজা, ৮ এপ্রিল ২০২৫ — গাজার নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে ইসরায়েলি হামলায় গুরুতর আহত ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন। সোমবার (৭ এপ্রিল) ভোরে এই হামলা চালানো হয়, আর মঙ্গলবার (৮ এপ্রিল) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আল জাজিরা

নিহত আরও দুই সাংবাদিক, আহত অন্তত ৮

আহমেদ মনসুর ছাড়াও ওই হামলায় দুজন সাংবাদিক নিহত হয়েছেন। তারা হলেন —

  • হেলমি আল-ফাকাভি, যিনি প্যালেস্টাইন টুডে টিভি‘র সাংবাদিক ছিলেন
  • ইউসুফ আল-খাজানদার

এছাড়া হামলায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

গাজায় সাংবাদিকদের ওপর হামলায় মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

আল জাজিরা জানায়, চলমান ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ২০০ জনেরও বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার ওপর বড় ধরনের আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।

গাজায় সোমবার দিনভর হামলায় নিহত ৬০+

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সোমবার সকাল থেকে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় অন্তত আরও ৬০ জন নিহত হয়েছেন।

  • দেইর এল-বালাহতে একটি বাড়িতে নয়জন নিহত
  • খান ইউনিসে নাসের হাসপাতালের পাশে তাঁবুতে হামলায় তিনজন নিহত
আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে

সাংবাদিক ও বেসামরিক নাগরিকদের ওপর এই অব্যাহত হামলা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ ও নিন্দা বাড়ছে। মানবাধিকার সংস্থাগুলো একে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করছে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here